Logo

এবার শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৪
8Shares
এবার শ্বশুরের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর তার বিভিন্ন ব্যক্তিগত ও রাজনৈতিক কার্যক্রমে অংশ নেওয়া চলছেই।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে তারেক রহমান শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেছেন।

শ্বশুরের কবর জিয়ারতের সময় তিনি মরহুমের জন্য ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন। এর আগে একই স্থানে তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরও জিয়ারত করেন।

বিজ্ঞাপন

শনিবার সকালে তারেক রহমান আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে নিজের ছবি ও আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মাধ্যমে তিনি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রাপ্তির জন্য সকল আনুষ্ঠানিকতা শেষ করেছেন।

তথ্য অনুযায়ী, দেশে ফেরার পর গত ২৫ ডিসেম্বর বিমানবন্দর থেকে ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। একই দিনে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসায় যান।

বিজ্ঞাপন

এরপর ২৬ ডিসেম্বর তিনি শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন এবং সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আজ তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং নিজের ছোট ভাই আরাফাত রহমানের কবর এবং শ্বশুর রিয়ার কবর জিয়ারত করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD