Logo

পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ১৮:০২
7Shares
পিলখানায় নিহত সেনাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান
ছবি: সংগৃহীত

ঢাকার পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে বনানীর সামরিক কবরস্থানে দাঁড়িয়ে তিনি নিহত সেনাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

দৈনন্দিন কর্মসূচির শুরুতে সকাল ১১টার পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি জিয়ারত করেন। এরপর তিনি শহীদ শরীফ ওসমান হাদির কবরেও ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন।

এরপর সরাসরি আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। এরপর বনানী কবরস্থানে ফিরে তাঁর ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। পাশাপাশি পার্শ্ববর্তী সামরিক কবরস্থানে শ্বশুর রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারতও করেন তিনি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে তারেক রহমানকে প্রথমে ফুল দিয়ে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

বিমানবন্দর ত্যাগের পর লাল-সবুজ রঙে সাজানো একটি গাড়িতে করে তিনি রাজধানীর পূর্বাচল এলাকায় আয়োজিত সমাবেশস্থলে পৌঁছে ১৬ মিনিট বক্তব্য প্রদান করেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা খালেদা জিয়াকে দেখতে যান। মা খালেদার সঙ্গে সাক্ষাতের পর তিনি গুলশানের বাসভবনে সপরিবারে ফিরে যান।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD