Logo

মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ডিসেম্বর, ২০২৫, ২৩:০০
8Shares
মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে গেছেন চিকিৎসাধীন দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

বিজ্ঞাপন

শনিবার (২৭ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তারেক রহমান হাসপাতালে পৌঁছান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে বিকেলে তারেক রহমানের শ্বশুর বাড়িতে যান তারেক রহমান। সেখানে কিছুক্ষণ অবস্থান করে গুলশানের বাড়িতে ফেরেন এর আগে, সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন তিনি। সেখান থেকে আগারগাও নির্বাচন অফিসে যান বিএনপির চেয়ারম্যান। সেখানে নিজের এনআইডির জন্য ছবি তোলাসহ যাবতীয় কাজ সম্পন্ন করে আসেন।

বিজ্ঞাপন

সেখান থেকে বনানী কবরস্থানে এসে নিজের ছোটভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর  রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী এবং ‘পিলখানা ট্রাজেডি’তে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরবর্তীতে রাজধানীর পুর্বাচলের ৩০০ ফিট এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়। তিনি সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখে গুলশানের বাসভবনে পৌঁছান।

জেবি/এমএল
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD