খালেদা জিয়ার শারীরিক অবস্থা গুরুতর, সময় কাটছে গভীর শঙ্কায়

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর ও জটিল বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।
বিজ্ঞাপন
তিনি বলেছেন, সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে এক সংকটাপন্ন সময় অতিক্রম করছেন এবং তার স্বাস্থ্যের ক্ষেত্রে ইতিবাচক কোনো অগ্রগতির কথা এখনই বলা যাচ্ছে না।
শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডা. জাহিদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, স্বাভাবিকভাবে ওনার অবস্থার উন্নতি হয়েছে—এমনটি বলার সুযোগ নেই। বরং উনার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এক সংকটময় মুহূর্ত পার করছেন।
চিকিৎসা সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটে। সেই পরিস্থিতির কারণেই প্রথমে তাকে কেবিন থেকে কার্ডিয়াক কেয়ার ইউনিটে (সিসিইউ) এবং পরবর্তীতে আরও উন্নত চিকিৎসার জন্য আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডা. জাহিদ হোসেন জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এই চিকিৎসা দলের সঙ্গে যুক্ত রয়েছেন তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও। চিকিৎসকরা সর্বোচ্চ সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন বলে জানান তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন: মাকে দেখতে এভারকেয়ারে তারেক রহমান
এদিকে, শনিবার রাতে আবারও মাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিবারের সদস্যদের উপস্থিতি ও সার্বক্ষণিক খোঁজখবরের মধ্যেই খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
চিকিৎসকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংবেদনশীল এবং প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। ফলে তার স্বাস্থ্যের অগ্রগতি নিয়ে এখনই নিশ্চিত কোনো মন্তব্য করা সম্ভব নয়।








