গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সা: সম্পাদক হলেন হাসান আল মামুন

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানের পদত্যাগের পর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে দলটির সর্বোচ্চ ফোরাম, উচ্চ পরিষদের অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উচ্চতর পরিষদের সদস্য, নির্বাহী কমিটি ও বিভিন্ন ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন। সর্বসম্মতিক্রমে হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। তিনি ২০১৮ সালে দেশে ব্যাপকভাবে অনুষ্ঠিত কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক ছিলেন এবং সেই আন্দোলনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বিজ্ঞাপন
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, দলীয় সভায় হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। ভবিষ্যতে পূর্ণ সাধারণ সম্পাদক হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হবে কিনা বা এ বিষয়ে ভোটাভুটি হবে—সে সিদ্ধান্ত পরে নেওয়া হবে।
প্রসঙ্গত, রাশেদ খান শনিবার আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তিনি ধানের শীষ প্রতীকে ঝিনাইদহ-২ আসন থেকে ভোট দেবেন। দীর্ঘদিন গণঅধিকার পরিষদে সভাপতি নুরুল হক নুরের পরে রাশেদ খান ছিলেন দ্বিতীয় শীর্ষ নেতা। তার পদত্যাগের পর দলীয় নেতৃত্বের শূন্যস্থান পূরণের জন্য হাসান আল মামুনকে এই দায়িত্ব দেওয়া হলো।
বিজ্ঞাপন
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, অভিজ্ঞ ও আন্দোলনমুখী নেতা হিসেবে হাসান আল মামুনের নেতৃত্বে গণঅধিকার পরিষদের কার্যক্রম আরও সক্রিয় ও সুসংগঠিত হবে।








