Logo

বিকেলে জাতীয় প্রেসক্লাবে জামায়াত জোটের জরুরি সংবাদ সম্মেলন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:৪৬
11Shares
বিকেলে জাতীয় প্রেসক্লাবে জামায়াত জোটের জরুরি সংবাদ সম্মেলন
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আট দলীয় জোট রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। আট দলের পক্ষ থেকে আসন সমঝোতা ও নির্বাচনী কৌশল নিয়ে চূড়ান্ত ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

জোটে অন্তর্ভুক্ত দলের মধ্যে জামায়াত, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিসসহ সমমনা অন্যান্য দল রয়েছে।

দলগুলোর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে, তারা নির্বাচনে একত্রে অংশগ্রহণের লক্ষ্যে সমঝোতার চেষ্টা করছে। তবে আসন বণ্টন চূড়ান্ত হওয়ার আগেই আরও চারটি দল এই জোটে যুক্ত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

বিজ্ঞাপন

এই চার দলের মধ্যে অন্যতম জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া নতুন সম্ভাব্য সদস্য হিসেবে এবি পার্টি, এলডিপি এবং লেবার পার্টির নাম উল্লেখ করা হচ্ছে। আরও দুই দল সম্ভাব্যভাবে জোটে যুক্ত হতে পারে বলে আলোচনা চলমান।

জোট নিয়ে আলোচনা ও সিদ্ধান্তকে ঘিরে এনসিপির ভেতরে বিভাজন দেখা দিয়েছে। জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা সহ কয়েকজন নেতা। ইতিমধ্যে তারা দল ছাড়ার ঘোষণা দিয়েছেন।

অর্থাৎ, আজকের সংবাদ সম্মেলন শুধু আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা নয়, একই সঙ্গে জোটের সম্প্রসারণ ও নতুন দলগুলোর অন্তর্ভুক্তি বিষয়ে প্রতিস্পন্দী রাজনৈতিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সংবাদ সম্মেলনটি আগামী নির্বাচনে জোটের রূপরেখা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আট দলীয় জোটের এই উদ্যোগ আগামী নির্বাচনী লড়াইয়ে তাদের অবস্থান শক্তিশালী করবে এবং সম্ভাব্য ভোট ব্যবস্থাপনাকে প্রভাবিত করবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD