Logo

ঢাকা-১৭ আসনে তারেক রহমানই সেরা প্রার্থী: পার্থ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৪:২৯
10Shares
ঢাকা-১৭ আসনে তারেক রহমানই সেরা প্রার্থী: পার্থ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিছু আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ছেড়ে দেওয়া হয়েছে, আবার কিছু আসনে নিজ দলের প্রার্থীর পরিবর্তনও এসেছে।

বিজ্ঞাপন

ঢাকা-১৭ আসনটি দীর্ঘদিন ফাঁকা রাখা হয়েছিল। এ পর্যন্ত বিএনপি কোনো প্রার্থী মনোনয়ন পাননি। শুরুতে এই আসনটিতে ভোট করার পরিকল্পনা করেছিলেন বাংলাদেশের জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। তিনি দীর্ঘদিন এই আসনের কেন্দ্রিক প্রচার চালিয়ে আসছিলেন।

তবে শেষ মুহূর্তে এ আসনে চমক এসেছে। পার্থ নিজেই নিশ্চিত করেছেন, ঢাকা-১৭ আসনে এবার তিনি ভোট করছেন না।

বিজ্ঞাপন

রবিবার সকালে পার্থ বলেন, ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের রাজনীতিক। দীর্ঘদিন নির্বাসনে থেকেও গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে অংশগ্রহণ করেছি। তাই আমাদের উচিত তারেক ভাইকে সমর্থন দেওয়া। আমি এই আসনে মনোনয়ন ফরম জমা দিইনি।

পরবর্তীতে পার্থ জানান, নিজের ভোট দেবার জন্য তিনি আগের আসন ভোলা-১ থেকে মনোনয়ন সাবমিট করেছেন এবং দলীয় প্রতীকে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন।

বিএনপির একটি সূত্র জানায়, ঢাকা-১৭ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে অংশ নিতে পারেন। ইতোমধ্যে শনিবার গুলশান এলাকায় নিজ বাসার ঠিকানায় ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি। এ কারণে এই আসনে তার নির্বাচনী সম্ভাবনা আরও জোরালো হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, রবিবার সকালে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে, ঢাকা-১৭ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। সোমবার বেলা ১১টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সেগুনবাগিচা অফিস থেকে মনোনয়নপত্রটি গ্রহণ করা হয়।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD