Logo

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৭:২৮
19Shares
জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে আরও দুটি দল যুক্ত হয়েছে। কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আনুষ্ঠানিকভাবে এই জোটে যোগ দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নতুন সদস্য দল দুটির নাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে জোট সম্প্রসারণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

তিনি জানান, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে একটি কার্যকর রাজনৈতিক ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এই জোট গঠন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন দুটি দলের অন্তর্ভুক্তির মাধ্যমে জোটের সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক পরিসর আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

এর আগে জামায়াতের নেতৃত্বাধীন এই জোটে আটটি রাজনৈতিক দল যুক্ত ছিল। সেগুলো হলো— বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি।

এলডিপি ও এনসিপি যুক্ত হওয়ায় জোটের সদস্য সংখ্যা আরও বেড়েছে। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই জোট গঠন ও সম্প্রসারণ দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD