৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত করল জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী ৩ জানুয়ারির জন্য ঘোষণা করা মহাসমাবেশ স্থগিত করেছে। রবিবার (২৮ ডিসেম্বর) দলটির পক্ষ থেকে বিষয়টি একটি প্রকাশিত বিবৃতিতে নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দেশজুড়ে নয়টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত থাকায় মহাসমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না।
তিনি বলেন, শিক্ষার্থীদের পরীক্ষা ও তাদের স্বার্থ বিবেচনায় এই কর্মসূচি স্থগিত করা হয়েছে। দল ভবিষ্যতে প্রয়োজনীয় সময়ে নতুন সময়সূচি অনুযায়ী সমাবেশ আয়োজন করবে।
বিজ্ঞাপন
জামায়াতের এ পদক্ষেপ শিক্ষা প্রতিষ্ঠান ও পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং কোনো ধরনের বিশৃঙ্খলা এড়ানোর উদ্দেশ্যে নেওয়া হয়েছে। সামাজিক ও শিক্ষাগত দিক বিবেচনায় দল আগামীতে সমাবেশের নতুন পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে।








