Logo

আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন হিরো আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ২০:০০
8Shares
আমজনতার দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন হিরো আলম
ছবি: সংগৃহীত

সামাজিক মাধ্যমে আলোচিত ব্যক্তিত্ব আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করলেন। তিনি মো. তারেক রহমানের হাতে ফুল তুলে আনুষ্ঠানিকভাবে তার দলে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।

রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে হিরো আলম বলেন, আমি যেহেতু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছি, তাই এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নয়, রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করতে চেয়েছি। এ বিষয়ে বিভিন্ন দলের সঙ্গে আলোচনার পর আদর্শগত মিল না থাকায় যোগদান হয়নি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, তারেক রহমান ভাইয়ের সঙ্গে বেশ কয়েকবার আলাপের পর সিদ্ধান্ত নিলাম, আমজনতার দলে যোগ দিয়েই নির্বাচন করা হবে। আজকেই আনুষ্ঠানিকভাবে আমি তার দলে যুক্ত হয়েছি। আসন্ন নির্বাচনে এই দল থেকেই আমি প্রার্থী হব। বিষয়টি প্রকাশ করতে আজই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

হিরো আলমের এই যোগদান রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রখ্যাত এই শিল্পী রাজনৈতিক অঙ্গনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আগ্রহ দেখিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত দলগত কর্মসূচির সঙ্গে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD