Logo

খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২৮ ডিসেম্বর, ২০২৫, ১৯:২৮
9Shares
খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা
খালেদা জিয়া | ফাইল ছবি

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে রবিবার (২৮ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। জেলা বিএনপির নেতারা বিকেল ৪টায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের কাছে এই পদক্ষেপটি সম্পন্ন করেন।

বিজ্ঞাপন

জেলা বিএনপি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমার আগে জেলা কার্যালয়ে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

পরে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ও জ্যেষ্ঠ সহসভাপতি মোবারক হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

বিজ্ঞাপন

এর আগে ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয় জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদসহ দলের জেলা কমিটির নেতাদের মাধ্যমে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার পর্যন্ত দিনাজপুরের ছয়টি সংসদীয় আসন থেকে মোট ৫৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে জমা পড়া মনোনয়নপত্রের মধ্যে এখন পর্যন্ত নিশ্চিতভাবে শুধু খালেদা জিয়ারই জমা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা নির্বাচন কর্মকর্তা জিলহাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

এ আসনে খালেদা জিয়া প্রথমবার নির্বাচনে অংশ নিচ্ছেন। উল্লেখ্য, ১৯৯৬ ও ২০০১ সালে সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ আসন থেকে খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক জয়ী হয়েছিলেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD