জামায়াত-এনসিপি জোট ঘোষণা নিয়ে যা জানালেন সামান্তা শারমিন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুক্ত হওয়ার ঘোষণার পর দলটির ভেতরে ভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জোট ঘোষণার কিছুক্ষণের মধ্যেই এ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে এনসিপিকে জোটভুক্ত করার ঘোষণা দেন। ঘোষণার প্রায় ৪৩ মিনিট পর, বিকেল ৫টা ৪৩ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে প্রতিক্রিয়া জানান সামান্তা শারমিন।
পোস্টে তিনি লেখেন, জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানতে পেরেছেন যে এনসিপি আনুষ্ঠানিকভাবে জামায়াতের সঙ্গে জোটে যুক্ত হয়েছে। তবে গণতান্ত্রিক সংস্কার জোটের আত্মপ্রকাশের দিন জোটের মুখপাত্র ও এনসিপির আহ্বায়কের বক্তব্য অনুযায়ী তা হওয়ার কথা নয়।
বিজ্ঞাপন
তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন ইতোমধ্যে চুক্তিভঙ্গের অভিযোগ তুলেছে এবং এনসিপি আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই আসন সমঝোতার পথে এগিয়েছে বলেও তারা জানিয়েছে।
সামান্তা শারমিনের মতে, এ ধরনের অবস্থান তৃতীয় শক্তি গড়ে তোলার উদ্যোগকে বাধাগ্রস্ত করছে এবং এতে জাতীয় নাগরিক পার্টির মূল রাজনৈতিক ধারা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বিজ্ঞাপন
পোস্টে তিনি বলেন, এনসিপির এখন পর্যন্ত দেওয়া সব আনুষ্ঠানিক বক্তব্য ও রাজনৈতিক অবস্থান তিনি ধারণ করেন এবং সেগুলোর প্রতি সমর্থন জানান। দলের কিছু ব্যক্তি নির্দিষ্ট কয়েকটি আসনের বিনিময়ে ২৮ ডিসেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে এনসিপির মূল আকাঙ্ক্ষা থেকে সরে গেছেন।
তবে নিজের অবস্থান প্রসঙ্গে সামান্তা শারমিন স্পষ্ট করেন, তিনি পদত্যাগ করার কোনো যৌক্তিক কারণ দেখছেন না। কারণ হিসেবে তিনি বলেন, এনসিপির আনুষ্ঠানিক রাজনৈতিক বয়ান ও আদর্শের সঙ্গেই তিনি একমত। কেউ কেউ বিচ্যুত হলেও দল হিসেবে এনসিপি সঠিক অবস্থানেই ছিলো।









