এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন সম্ভাব্য এমপি প্রার্থী

রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরের অস্থিরতা। ফেসবুকে প্রকাশিত পোস্টের মাধ্যমে ফেনী-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ আবুল কাশেম এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বিজ্ঞাপন
এর আগে দল থেকে পদত্যাগের ঘোষণা দেন তাসনিম জারা ও কয়েকজন অন্যান্য সদস্য।
শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে ফেসবুকে দেওয়া এক পোস্টে মোহাম্মদ আবুল কাশেম লিখেছেন, তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না এবং একইসঙ্গে এনসিপি থেকে পদত্যাগ করেছেন।
বিজ্ঞাপন
তিনি তার পদত্যাগের কারণ হিসেবে জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতায় যুক্ত হয়েছে, তা তার নিজস্ব দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই পারস্পরিক সম্মানের ভিত্তিতে তিনি দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
মোহাম্মদ আবুল কাশেম আরও লিখেছেন, এই সিদ্ধান্তটি কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে অভিযোগ নয়, এবং এটি কোনো দ্বন্দ্বের ফলও নয়। শুধুমাত্র মতাদর্শগত ভিন্নতার কারণে আলাদা হওয়াকেই আমি সঠিক ও দায়িত্বশীল পথ মনে করেছি।
বিজ্ঞাপন
তিনি সমর্থক ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে অনিচ্ছাকৃতভাবে যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন বা কেউ মনঃক্ষুণ্ন হয়ে থাকেন, তাদের সকলের প্রতি তিনি আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন।








