একই আসনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজ আলম, এনসিপির প্রার্থী ছোট ভাই

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের নেতা ও অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে এই ফরম সংগ্রহ করা হয়।
মাহফুজ আলমের জন্ম ও নিবাস লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে তার ওপর আগেই নানা গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে তিনি নির্বাচনে অংশগ্রহণের পথ সুগম করেছেন।
বিজ্ঞাপন
একই আসন থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মাহফুজ আলমের ছোট ভাই মাহবুব আলম। পরিবারে রাজনৈতিক প্রবণতা দৃঢ়, বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লা রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাহবুব আলম সাংবাদিকদের বলেন, তিনি ঢাকায় অবস্থান করায় তার পক্ষে এনসিপির নেতা-কর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই দিনে তাঁর বড় ভাই মাহফুজ আলমের ফরমও সংগ্রহ করা হয়েছে।
বিজ্ঞাপন
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহফুজ আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এনসিপির পক্ষ থেকে মনোনয়নপত্র নিয়েছেন তার ছোট ভাই মাহবুব আলম। এ পর্যন্ত লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
লক্ষ্মীপুর-১ আসনের এই প্রার্থীদের সক্রিয়তা স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কেমন হবে তা নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছে।








