Logo

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২৮ ডিসেম্বর, ২০২৫, ২১:৫৮
6Shares
কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন সালাহউদ্দিন আহমেদ
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন (চকরিয়া ও পেকুয়া) থেকে বিএনপি মনোনীত প্রার্থী এবং দলীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ রবিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার বিকেল ৩টায় চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড শামিম আরা স্বপ্না, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন এবং চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক এম. মোবারক আলীসহ জেলা ও উপজেলা বিএনপির উর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এদিন দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দর পৌঁছান সালাহউদ্দিন আহমেদ। এরপর সরাসরি চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

এমন সময়ে দলের নেতারা মনোনয়নপত্র জমার কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করেন। বিএনপির পক্ষ থেকে আশা করা হচ্ছে, কক্সবাজার-১ আসনে তাদের প্রার্থী সক্রিয় প্রচারণা চালিয়ে শক্ত অবস্থান প্রদর্শন করবেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD