Logo

জামায়াত-এনসিপি জোটে যোগ দিচ্ছেন না মাহফুজ আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ২০:৫৩
13Shares
জামায়াত-এনসিপি জোটে যোগ দিচ্ছেন না মাহফুজ আলম
তথ্য উপদেষ্টা মাহফুজ আলম | ফাইল ছবি

সামাজিক মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে ফেসবুকে দেওয়া পোস্টে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে তিনি কোনো রাজনৈতিক জোট বা দলের সঙ্গে সরাসরি অংশ নিচ্ছেন না।

বিজ্ঞাপন

মাহফুজ আলম পোস্টে উল্লেখ করেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। গত দেড় বছর আমি এই দুই সংগঠনের জুলাই সহযোদ্ধাদের পরামর্শ ও পলিসিগত সহযোগিতা করেছি। তবে, আমি কোনো দলের প্রার্থী হিসেবে অংশ নিচ্ছি না। আমাকে জামায়াত-এনসিপি জোট থেকে প্রস্তাব দেয়া হয়েছে এমন কোনো তথ্য সঠিক নয়। ঢাকার কোনো আসনে প্রার্থী হওয়ার চাইতে আমার দীর্ঘমেয়াদী অবস্থান ধরে রাখাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান ও বন্ধুত্ব অটুট থাকবে। তবে আমি এনসিপির অংশ নই। ইতিহাসের এই সময় বাংলাদেশ একটি শীতল রাজনৈতিক যুদ্ধে অবস্থান করছে, তাই নিজের নীতি ও বক্তব্যে অটল থাকা শ্রেয়। আমি রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক উপায়ে আমার বিশ্বাসের পথে অব্যাহত থাকব।

বিজ্ঞাপন

মাহফুজ আলম পোস্টে উল্লেখ করেছেন, তিনি নূতন রাজনৈতিক ও অর্থনৈতিক বন্দোবস্তকে বাস্তবসম্মত মনে করেন এবং বিকল্প ও মধ্যপন্থী তরুণ/জুলাই শক্তির উত্থান সম্ভব বলে আশা প্রকাশ করেছেন। তিনি সবাইকে সমর্থন ও সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

পোস্টের শেষে তিনি হ্যাশট্যাগ দিয়ে উল্লেখ করেছেন justice for shaheed osman hadi।

বিজ্ঞাপন

এ ঘোষণার মাধ্যমে স্পষ্ট হয়েছে যে মাহফুজ আলম এই মুহূর্তে কোনো রাজনৈতিক জোটে যুক্ত না থেকে স্বাধীনভাবে নিজস্ব নীতি ও অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD