Logo

বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করবে এনসিপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর, ২০২৫, ২০:৪০
14Shares
বৃহত্তর ঐক্যের স্বার্থে আট দলের সঙ্গে নির্বাচন করবে এনসিপি
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, আগামী সংসদ নির্বাচনে বৃহত্তর ঐক্য এবং সুষ্ঠু নির্বাচনের স্বার্থে জামায়াতের নেতৃত্বাধীন আট দলের সঙ্গে মিলিতভাবে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ ডিসেম্বর) রাতের দিকে দলের রাজধানীর বাংলামোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য প্রকাশ করেন।

নাহিদ ইসলাম বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছিলাম। আমরা সারাদেশে ৩০০ আসনে প্রার্থী দিতে চাইছিলাম। মনোনয়ন আহ্বানও করেছি। তবে শরিফ ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি করা এবং তার শাহাদাতের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। গণঅভ্যুত্থানে পরাজিত কিছু শক্তি জুলাই প্রজন্মকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করছে। এই প্রেক্ষাপটে বৃহত্তর ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা জামায়াতে ইসলামী ও তাদের আট দলের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছি। আমরা একত্রে আধিপত্যবাদ, দুর্নীতি, সংস্কার ও বিচার বিষয়ক নীতিমালা বাস্তবায়নে কাজ করব। এটি শুধু নির্বাচনের জন্য নয়, বরং গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে রক্ষা করার জন্যও গুরুত্বপূর্ণ।

নাহিদ জানান, সোমবার আমরা প্রার্থীদের নাম প্রকাশ করব এবং আগামীকালই মনোনয়নপত্র জমা দেব। আমাদের উদ্দেশ্য ও নীতিমালা অনুযায়ী আমরা কার্যক্রম পরিচালনা করব। জোট গঠন কেবল নির্বাচন বৈতরণী পার হওয়ার জন্য, তবে আমাদের মূল লক্ষ্য ও আদর্শের সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

তিনি স্পষ্ট করেন, নাগরিক, তরুণ ও শহীদ পরিবারের যোদ্ধাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, আধিপত্যবাদী শক্তি যেন গণঅভ্যুত্থান পরবর্তী দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে। সেই তাগিদ থেকেই এই জোটের সঙ্গে আমরা একত্রিত হয়েছি।

এ ঘোষণার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি এবং জামায়াত নেতৃত্বাধীন আট দলের মধ্যে নির্বাচনী সমঝোতার নতুন অধ্যায় শুরু হলো, যা বৃহত্তর রাজনৈতিক ঐক্য ও নির্বাচনী কার্যক্রমে শক্তিশালী উপস্থিতি নিশ্চিত করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD