Logo

ঢাকা-১১ আসনে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:২১
7Shares
ঢাকা-১১ আসনে নাহিদকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
নাহিদ ইসলাম | ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতার অংশ হিসেবে ঢাকা-১১ আসনে এনসিপি প্রার্থী নাহিদ ইসলামের পক্ষে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আতিকুর রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে আতিকুর রহমান লেখেন, প্রায় ১০ মাস ২২ দিন পর তিনি একটি বড় জবাবদিহিতার দায়িত্ব থেকে মুক্ত হলেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সংগঠনের সিদ্ধান্তের পর থেকে ঢাকা-১১ আসনে ইসলামী আন্দোলনের পক্ষে জনমত গঠনে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি দাবি করেন, এ সময় ব্যক্তি, পরিবার ও পেশাগত দায়িত্বের ঊর্ধ্বে উঠে মাঠে সক্রিয় থেকে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। তার ভাষ্য অনুযায়ী, সবার আন্তরিক প্রচেষ্টার ফলে জামায়াতে ইসলামী ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক সমর্থন তৈরি হয়েছে, যা সাম্প্রতিক জরিপেও উঠে এসেছে।

ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিল আংশিক) আসনের বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, অল্প সময়ে মানুষ তাকে আপনজন হিসেবে গ্রহণ করেছে এবং ভালোবাসায় আবদ্ধ করেছে।

নির্বাচনী প্রচারণায় যুক্ত সহকর্মীদের ত্যাগ ও শ্রমের কথাও তুলে ধরেন আতিকুর রহমান। বিশেষ করে রাত জেগে পোস্টার লাগানোসহ নানা কষ্ট স্বীকারকারী কর্মী এবং নারী কর্মীদের ভূমিকার জন্য আলাদা করে কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

পোস্টের একপর্যায়ে তিনি বলেন, তার ইচ্ছা বা অনিচ্ছায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। পাশাপাশি সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করে ‘ইনসাফের বাংলাদেশ’ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সবশেষে নাহিদ ইসলামের জন্য শুভকামনা জানিয়ে মহান আল্লাহর কাছে সবার প্রচেষ্টা কবুলের দোয়া করেন তিনি।

জেবি/এসএ
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD