খালেদা জিয়ার আসনে প্রস্তুত রাখা হচ্ছে বিকল্প প্রার্থীদেরও

চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য নির্ধারিত সংসদীয় আসনগুলোতে আজ মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে। একই সঙ্গে, কোনো অনিবার্য কারণে তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে সেই পরিস্থিতি মোকাবিলায় বিকল্প প্রার্থীদেরও প্রস্তুত রাখা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই প্রেক্ষাপটে ফেনী-১, বগুড়া-৭ এবং দিনাজপুর-৩—এই তিনটি আসনে বিএনপি চেয়ারপারসনের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে।
ফেনী-১ (ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া) আসনে খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু। একই আসন থেকে তিনি নিজের নামেও মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বিজ্ঞাপন
এ বিষয়ে রফিকুল আলম মজনু জানান, আজ খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হবে। নিজের মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, দলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী করণীয় নির্ধারিত হবে। দল চাইলে সেটিও জমা দেওয়া হতে পারে।
বগুড়া-৭ (গাবতলী) আসনে খালেদা জিয়ার পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোরশেদ আলম।
তিনি জানান, দলীয় নির্দেশনার অংশ হিসেবেই তিনি মনোনয়ন সংগ্রহ করেছেন এবং খালেদা জিয়ার সমর্থক প্রার্থী হিসেবে নিজের মনোনয়নও জমা দিচ্ছেন।
বিজ্ঞাপন
এদিকে দিনাজপুর-৩ (সদর) আসনে খালেদা জিয়ার বিকল্প হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিএনপির একাধিক সূত্র জানায়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় রেখেই এই আসনগুলোতে বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে। বর্তমানে তার নির্বাচন করা সম্ভব হবে কি না—এ বিষয়ে দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা জটিল এবং তিনি সংকটময় সময় পার করছেন।
নাম প্রকাশ না করার শর্তে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, আপাতত খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সে কারণেই সংশ্লিষ্ট আসনগুলোতে বিকল্প প্রার্থী রাখা হচ্ছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।








