Logo

ঢাকা-১৪ আসনে মনোনয়ন দাখিল করলেন ব্যারিস্টার আরমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৪:৫৯
6Shares
ঢাকা-১৪ আসনে মনোনয়ন দাখিল করলেন ব্যারিস্টার আরমান
ছবি: সংগৃহীত

ঢাকা-১৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ব্যারিস্টার আরমান বিন কাশেম সোমবার (২৯ ডিসেম্বর) তার দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন, এবারের নির্বাচনে তাদের দল বিজয়ী হবে।

বিজ্ঞাপন

তিনি ভোটার ও সাধারণ জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনারা সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাইয়ের আন্দোলনে রাস্তায় নেমেছিলেন। সেই একজুটির শক্তি আমাদের মুক্তির পথে সহায়তা করেছে। এবার আমাদের লড়াই হবে দুর্নীতি, কালো টাকা এবং পেশিশক্তির বিরুদ্ধে। এই সংগ্রামে আমরা বিজয়ী হব।

ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থাপিত রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার পর ব্যারিস্টার আরমান দলের উদ্দেশ্য ও লক্ষ্য স্পষ্ট করেছেন। তিনি নির্বাচনী প্রচারণায় জনগণের পাশে থাকার এবং স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা-১৪ আসনে অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মনোনয়নপত্র দাখিল করছেন। নির্বাচনের প্রক্রিয়ায় অংশগ্রহণকারী প্রার্থীরা বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD