দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিনের বিরতির পর বাংলাদেশি নাগরিকরা আবার তাদের ভোটাধিকার ফিরে পেয়েছেন। এই সুযোগ কাজে লাগিয়ে দেশকে একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার সময় এসেছে।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) ঠাকুরগাঁও-১ আসনে নিজের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
মির্জা ফখরুল জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি তাকে ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। এ জন্য তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, পরম করুণাময় আল্লাহর কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি ঠাকুরগাঁওবাসীর সেবা করার সুযোগ পেয়েছি। জনগণের সমর্থন পেলে এলাকায় সার্বিক উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করব। বিশেষভাবে কৃষকদের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে।
তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগের মতো এবারও আমাকে সমর্থন দিন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আমি এই অঞ্চলের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।
বিজ্ঞাপন
মনোনয়নপত্র দাখিলের সময় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
মির্জা ফখরুল আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করবে এবং এ অঞ্চলের উন্নয়নে তার নেতৃত্বে কাজ এগিয়ে যাবে।








