Logo

ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ ডিসেম্বর, ২০২৫, ১৩:২০
12Shares
ঢাকা-১৭ আসনে তারেক রহমানের মনোনয়নপত্র দাখিল
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সংগৃহীত

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ আসনে তার পক্ষে সোমবার (২৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

বিজ্ঞাপন

দুপুর ১২টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।

বিজ্ঞাপন

আমিনুল হক সাংবাদিকদের জানান, ঢাকা-১৭ আসন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি।

এর আগে রোববার তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের দায়িত্ব পালন করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।

ঢাকা-১৭ আসনের পাশাপাশি তারেক রহমান বগুড়া-৬ আসন থেকেও নির্বাচনে লড়বেন।

বিজ্ঞাপন

এই ঘোষণার পর বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসন থেকে সরে দাঁড়ান। তিনি ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে তিনি ভোলা-১ আসন থেকেই বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

এ ঘটনায় রাজনৈতিক মহলে ঢাকা-১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিএনপি সভাপতি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোনয়ন জমা দেওয়ায় নির্বাচনী প্রক্রিয়া গতিশীল হয়েছে এবং আসনটিতে স্থানীয় রাজনৈতিক গঠন ও সমর্থন পাওয়ার দিকটি নজর কাড়ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD