খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
বিজ্ঞাপন
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালে আসেন ডা. জুবাইদা। তিনি প্রায় এক ঘণ্টা সেখানে অবস্থান করেন এবং বেলা ১১টার পর হাসপাতাল ত্যাগ করেন।
এর আগে, রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান ডা. জুবাইদা। তার ১০ মিনিট পর বিএনপি চেয়ারম্যানের শাশুড়ি ইকবাল মান্দ বানু হাসপাতালে পৌঁছান। একই দিনে খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও হাসপাতালে যান।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন।
খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়টি রাজনৈতিক মহলে সর্বদা নজরকাড়া বিষয়। পরিবারের সদস্য এবং দলের শীর্ষ নেতা-নেত্রীদের হাসপাতালে আগমন তাকে মনোবল ও সমর্থন জোগাচ্ছে বলে জানানো হয়েছে।








