Logo

খালেদা জিয়ার সংগ্রাম গণতন্ত্রের প্রতি অটল থাকার অমলিন শিক্ষা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ২৪:৫৮
7Shares
খালেদা জিয়ার সংগ্রাম গণতন্ত্রের প্রতি অটল থাকার অমলিন শিক্ষা
ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বলেন, বেগম খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণতন্ত্র রক্ষার এক অবিচল নেতৃত্ব প্রদর্শন করেছেন।

শোকবার্তায় বলা হয়, নব্বইয়ের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সংসদীয় শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ও গণতান্ত্রিক পরিবেশ পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে বহুবার কারাবরণ, দমন ও ষড়যন্ত্রের মুখোমুখি হওয়া সত্ত্বেও তিনি কখনও দেশের সার্বভৌমত্ব, জনগণের অধিকারের প্রতি দায়বদ্ধতা এবং নিজের আদর্শে আপস করেননি।

বিজ্ঞাপন

এনসিপির শোকবার্তায় আরও বলা হয়েছে, খালেদা জিয়ার সংগ্রাম শুধুমাত্র একটি সময়ের রাজনৈতিক ঘটনা নয়, এটি আমাদের সকলের জন্য গণতন্ত্রের প্রতি অটল থাকার অনুপ্রেরণা, স্বৈরাচারবিরোধী প্রতিজ্ঞা এবং দেশের প্রতি দায়িত্ববোধের এক অমলিন শিক্ষা।

শোকবার্তায় তাঁর রূহের মাগফেরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবার, অনুসারী ও দেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD