Logo

রাতের মধ্যেই শেষ হবে খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:০৭
11Shares
রাতের মধ্যেই শেষ হবে খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর খোঁড়ার কাজ তীব্র গতিতে চলছে। সাবেক রাষ্ট্রপতি ও তার স্বামী জিয়াউর রহমানের কবরের পূর্ব পাশে নতুন কবর স্থাপন করা হচ্ছে। প্রত্যাশা করা হচ্ছে, রাতের মধ্যেই কবর খোঁড়ার কাজ সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে জিয়া উদ্যান পরিদর্শন করে এই তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, কবর খোঁড়ার কাজ গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একজন আর্কিটেক্টের নকশা অনুযায়ী পরিচালিত হচ্ছে। কাজের প্রক্রিয়ায় যত্নসহকারে সমস্ত বিষয় নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, ভবিষ্যতে পুরো এলাকাটি পুনর্গঠন করে সৌন্দর্য বর্ধনের বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।

বিভিন্ন রোগ জটিলতার মধ্যেই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মঙ্গলবার ভোর ৬টায় মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। কবর স্থাপনের প্রস্তুতি কার্যক্রম রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হচ্ছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD