Logo

খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে, আসছেন বিশ্বনেতারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:৩৯
12Shares
খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া বিশ্বজুড়ে, আসছেন বিশ্বনেতারা
বেগম খালেদা জিয়া | ফাইল ছবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং বুধবার (৩১ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিতব্য জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন ভারতের, পাকিস্তানের, ভুটানের ও মালদ্বীপের উচ্চপর্যায়ের প্রতিনিধি।

বিজ্ঞাপন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ প্রতিনিধি হিসেবে আসছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ভুটানের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল। মালদ্বীপের পক্ষ থেকে আসছেন উচ্চ শিক্ষা, শ্রম ও দক্ষতা উন্নয়ন বিষয়ক মন্ত্রী ড. আলি হায়দার আহমেদ।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক ‘এক্স’ (সাবেক টুইটার)-এ নিশ্চিত করেছেন যে পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকার সরদার আয়াজ সাবিক জানাজায় অংশগ্রহণ করবেন।

বিজ্ঞাপন

শোক জানাতে ঢাকায় আসছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথও। এ দুই প্রতিনিধি দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ দিন অসুস্থ থাকার পর শেষ নিশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকার খালেদা জিয়ার মৃত্যুতে ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি ৩১ ডিসেম্বর দেশে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজধানী ঢাকায় সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও জানাজার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। বিদেশি প্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের অংশগ্রহণে এই জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৫

Developed by: AB Infotech LTD