খালেদা জিয়ার মৃত্যুর দায় হাসিনা এড়াতে পারেন না: রাশেদ খান

গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক এবং ঝিনাইদহ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দায় কোনোভাবেই শেখ হাসিনা এড়াতে পারেন না।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন। তাঁর মৃত্যুর দায় শেখ হাসিনা এড়াতে পারেন না। আওয়ামী লীগ জনগণের ওপর দমন-পীড়ন চালিয়েছে এবং একটি পাপিষ্ঠ দল হিসেবে তার দায় এড়ানো সম্ভব নয়।
রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকতে বেগম খালেদা জিয়াকে তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতায় ঈর্ষান্বিত হয়ে দীর্ঘ সময় কারাগারে বন্দি রেখেছিল। সেখানে তাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি, সুস্থ অবস্থায় নেত্রী কারাগারে গিয়েছিলেন, কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর হুইলচেয়ারে তাকে ফিরতে হয়েছে। আমাদের কাছে এটি কখনো প্রত্যাশিত ছিল না।
বিজ্ঞাপন
তিনি বলেন, আজ পুরো বাংলাদেশ শোকাহত। আমরা প্রত্যাশা করেছিলাম, তিনি আমাদের মাঝে থাকবেন যতক্ষণ না খুনি শেখ হাসিনার বিচার হয়। কিন্তু বেগম খালেদা জিয়া আজ আমাদের ছেড়ে চলে গেছেন। দেশের প্রত্যেক ঘরে ঘরে শোকের ছায়া নেমেছে। আমরা তাঁর জন্য দোয়া চাই। তিনি গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক ছিলেন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা শেখিয়েছেন। একজন গৃহিণী থেকে তিনি আন্তর্জাতিক মানের নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, যা বিশ্বে বিরল।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘদিন রোগব্যাধিতে ভুগছেন তিনি। তার প্রয়াণে দেশের রাজনীতিতে গভীর শোক নেমে এসেছে। খালেদা জিয়ার চলে যাওয়ায় রাজনীতির ময়দান হারালো এক শক্তিশালী ও প্রভাবশালী কণ্ঠস্বর।








