শহীদ ওসমান হাদির মায়ের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন শহীদ শরিফ ওসমান বিন হাদির অসুস্থ মায়ের খোঁজ নিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে হাসপাতালে উপস্থিত হয়ে তিনি চিকিৎসকের কাছ থেকে খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় যত্ন নিশ্চিত করার জন্য সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।
ডা. শফিকুর রহমান মহান আল্লাহর কাছে শহীদ শরিফ ওসমান বিন হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।
বিজ্ঞাপন
এ সময় জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির এড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগর দক্ষিণের এনডিএফের নেতৃবৃন্দ।
তিনি হাসপাতালে আসার সময় চিকিৎসকবৃন্দকে অনুরোধ জানান, রোগীর সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে যেন সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।








