‘গর্ব করে বলবো, আমরা খালেদা জিয়ার কর্মী’

খালেদা জিয়ার জীবনই ছিল সংগ্রাম ও লড়াইয়ের এক অবিচল উদাহরণ। মৃত্যুর মুখেও তিনি আপস করেননি। আজ আমরা গর্ব করে বলবো, আমরা খালেদা জিয়ার কর্মী এবং তার রুহের মাগফিরাত কামনা করছি —এমনটাই জানালেন চট্টগ্রাম থেকে আসা আবুল কালাম, তিনি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় এসেছেন।
বিজ্ঞাপন
আবুল কালামের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ আসছেন আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানাতে। যশোর থেকে আসা কবির খান বলেন, আজ লাখ লাখ নেতাকর্মী এখানে এসেছেন। বেগম জিয়া মানুষের মনে চিরকালই আপসহীন নেত্রী হিসেবে বেঁচে থাকবেন।
আরও পড়ুন: ‘উনার মুখের ভাষা আর অন্তরের ভাষা ছিল এক’
রাজধানীর সংসদ ভবন এলাকায় ভোর থেকেই মানুষ জড়ো হতে শুরু করেছেন। জানাজার জন্য আসা অংশগ্রহণকারীদের হাতে দেখা গেছে দেশ ও দলের পতাকা, আবার কারো হাতে কালো পতাকা।
বিজ্ঞাপন
বিগত কয়েকদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মরদেহ রাখা হয়েছিল হাসপাতালে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার আগে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে মরদেহটি এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। এরপর মরদেহবাহী গাড়িটি গুলশান তারেক রহমানের বাসভবনে পৌঁছে এবং সেখান থেকে সংসদ ভবন এলাকায় নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
দুপুর ১টার দিকে প্রতিবেদন লেখা পর্যন্ত খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবন এলাকায় অবস্থান করছে, যেখানে লাখ লাখ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন।








