খালেদা জিয়ার চিরবিদায়ে মানুষের ঢল, মাইলের পর মাইল দীর্ঘ জানাজার লাইন

বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানীর জাতীয় সংসদ, মানিক মিয়া অ্যাভিনিউ এবং আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে জানাজা শুরু হলে লাইনটি সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউ থেকে বিজয় সরণি হয়ে কারওয়ান বাজার পর্যন্ত প্রসারিত হয়েছে।
অন্যদিকে মানুষ আগারগাঁও পর্যন্ত পৌঁছে গেছে। এসময় লোকে তাদের প্রিয় নেত্রীকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
গ্রীষ্মমুখী ভ্যানে গুলশান থেকে খালেদা জিয়ার মরদেহ সংসদ ভবনে বেলা পৌনে ১২টায় পৌঁছায়। জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, বিএনপির নেতাকর্মী এবং দেশের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
জানাজা ও দাফন কার্যক্রমকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকা কঠোর নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। পুরো এলাকা কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: মায়ের জানাজায় তারেক রহমান
বিজ্ঞাপন
জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরের চন্দ্রিমা উদ্যানে খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে দাফন করা হবে।
গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে একদিনের সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।








