মায়ের জানাজায় তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজাতে অংশ নিয়েছেন তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ মানুষের ঢলে ভর্তি ছিল। দেশ ও দেশের বাইরের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা লাখো মানুষ এখানে প্রিয় নেত্রীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হয়।
বিজ্ঞাপন
এর আগে খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো গাড়িতে নিয়ে আসা হয় জানাজাস্থলে। মরদেহ বহনের পুরো প্রক্রিয়া কঠোর নিরাপত্তা ও রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন করা হয়।
জানাজার মধ্যে অংশ নেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, দেশের বিভিন্ন রাজনৈতিক নেতা, বিদেশি কূটনৈতিকরা এবং অসংখ্য সাধারণ মানুষ।
বিজ্ঞাপন
দুপুর পৌনে ৩টার দিকে আনুষ্ঠানিকভাবে জানাজার কার্যক্রম শুরু হয়। প্রথমে বিএনপি নেতা নজরুল ইসলাম খান প্রিয় নেত্রীর জীবনবৃত্তান্ত তুলে ধরেন, যাতে উপস্থিত জনতা খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তিগত সংগ্রামের সঙ্গে পরিচিত হন।
জানাজার মঞ্চ ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার রাখা হয়। পুলিশ, সেনা, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষেত্রে নজরদারি চালাচ্ছিলেন যাতে শোকসভার ব্যবস্থা নির্বিঘ্নে সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হওয়া মানুষরা শুধু রাজনৈতিক নেত্রীর প্রতি নয়, একজন মানুষের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে এসেছেন। পথ ও সড়কে মানুষের ঢল এতটাই ছিল যে, অনেকেই হেঁটে আসতে বাধ্য হন।








