জনজোয়ারে শেষ হলো খালেদা জিয়ার জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা ৩ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে সম্পন্ন হয়েছে। জনজোয়ারে সামাজিক ও রাজনৈতিক শোকের মিশ্র আবহে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়।
বিজ্ঞাপন
জানাজার নামাজে ইমামতি করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আবদুল মালেক।
উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধানসহ অন্যান্য বাহিনীর প্রধান এবং দেশের সব রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।
বিজ্ঞাপন

মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা হাজারো মানুষের ঢলে মুখরিত ছিল। জানাজা শেষে মরহুমাকে রাষ্ট্রীয় মর্যাদায় তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং সারাদেশে সাধারণ ছুটি কার্যকর রয়েছে।








