মায়ের জন্য দোয়া চাইলেন তারেক রহমান

বুধবার (৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার পূর্বে পরিবারের পক্ষ থেকে একটি বিশেষ আহ্বান জানানো হয়।
বিজ্ঞাপন
এই সময় উপস্থিত জনতার উদ্দেশে তারেক রহমান বলেন, আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে আপনাদের কাছ থেকে ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। আমি পরিশোধ করে দেবো। তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিবেন। মায়ের জন্য সবাই দোয়া করবেন।
আরও পড়ুন: মায়ের জানাজায় তারেক রহমান
তারেক রহমানের এই আহ্বান শুধু শোকসংকুল মুহূর্তে পরিবার ও জনতার হৃদয়কে একত্রিত করেছিল। জানাজার প্রস্তুতি, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় মর্যাদায় মর্যাদাপূর্ণ পরিবেশে তার এই আবেগঘন বার্তা উপস্থিত জনতার মনে গভীর প্রভাব ফেলেছে।
বিজ্ঞাপন
এসময় মানিক মিয়া অ্যাভিনিউয়ে ছুটে আসা হাজার হাজার মানুষ দোয়া ও শ্রদ্ধার সঙ্গে নিজের শ্রদ্ধা নিবেদন করেন।








