Logo

বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের জরুরি নির্দেশনা!

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারী, ২০২৬, ১৯:০১
81Shares
বিএনপির নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের জরুরি নির্দেশনা!
তারেক রহমান । ছবি: সংগৃহীত

জনদুর্ভোগ লাঘব ও নগর সৌন্দর্য রক্ষার লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশ থেকে আগামী তিন দিনের মধ্যে সব ধরনের রাজনৈতিক ব্যানার ও পোস্টার সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশনায় এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জানিয়েছে দলটি।

বিজ্ঞাপন

শুক্রবার (২ জানুয়ারি) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

দলীয় সূত্র জানায়, সাধারণ রাজনৈতিক ও সাংগঠনিক প্রচারণায় ব্যবহৃত ব্যানার-পোস্টার অপসারণ করা হলেও সদ্যপ্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে টাঙানো শোকবার্তাসংবলিত ব্যানার ও পোস্টার আপাতত বহাল থাকবে। শোক পালনের নির্ধারিত সময় শেষ হলে সেগুলোও পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে।

বিজ্ঞাপন

এর আগে শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার-পোস্টার অপসারণ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবীনসহ বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় রুহুল কবির রিজভী বলেন, অতিরিক্ত ব্যানার ও পোস্টারের কারণে শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং অনেক জায়গায় সাধারণ মানুষের চলাচলেও বাধা সৃষ্টি হচ্ছে। বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এসব বিষয় বিবেচনায় নিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করতে চায়, যেখানে কর্মসূচি শেষে স্বেচ্ছায় প্রচারসামগ্রী অপসারণের চর্চা থাকবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, রাজধানী থেকে শুরু হওয়া এই পরিচ্ছন্নতা কার্যক্রম আগামী তিন দিনের মধ্যে সারাদেশে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দলের কেন্দ্রীয় নির্দেশনার পরই বিএনপির নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকরা নিজ নিজ এলাকায় ব্যানার ও পোস্টার অপসারণের কাজ শুরু করেছেন। বিএনপির আশা, এই উদ্যোগের ফলে দীর্ঘদিনের দৃশ্যদূষণ কমবে এবং শহর ও নগরগুলো তাদের নান্দনিকতা ফিরে পাবে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD