Logo

এবার নির্বাচনে উৎসবের আমেজে ভোটের প্রত্যাশা টুকুর

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
৩ জানুয়ারী, ২০২৬, ১৩:১০
6Shares
এবার নির্বাচনে উৎসবের আমেজে ভোটের প্রত্যাশা টুকুর
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু।

বিজ্ঞাপন

শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় নিজের মনোনয়ন বৈধ ঘোষণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর টুকু বলেন, দীর্ঘ সময় পর দেশে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে সাধারণ মানুষ প্রকৃত অর্থে ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত ছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তার ভাষায়, এবার জনগণ আনন্দঘন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।

নির্বাচনে প্রশাসনের ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রশাসন নিরপেক্ষ অবস্থান বজায় রাখবে—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা বলেও মন্তব্য করেন তিনি।

গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, জনগণের সমর্থন পেলে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলা হবে।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এবং টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের মনোনীত প্রার্থী আবদুস সালাম পিন্টু, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলীসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর বিএনপি থেকে টাঙ্গাইল-৫ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে সুলতান সালাউদ্দিন টুকুর নাম ঘোষণা করা হয়। পরে ২১ ডিসেম্বর তিনি জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং ২৯ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কাছে তা জমা দেন।

বিজ্ঞাপন

প্রথমবারের মতো টাঙ্গাইল-৫ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুলতান সালাউদ্দিন টুকু। ছাত্রদল ও যুবদলের সভাপতি হিসেবে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার পাশাপাশি বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD