জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২ সংসদীয় আসন থেকে জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকা জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞাপন
জানা গেছে, কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র বাতিলের মূল কারণ হিসেবে তার ঋণখেলাপী হওয়া দেখানো হয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বলা হয়েছে, যাচাই-বাছাই প্রক্রিয়ার সময় প্রার্থী সংক্রান্ত আর্থিক অসঙ্গতি ধরা পড়ায় মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
কর্নেল (অব.) মোহাম্মদ আব্দুল হক অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তাদের সংস্থা রাওয়া ক্লাবের চেয়ারম্যান। জামায়াত তার নাম জাতীয় সংসদ সদস্য পদে মনোনয়নের জন্য প্রস্তাব দিয়েছিল। তবে নির্বাচন কমিশনের প্রক্রিয়ার অংশ হিসেবে তাঁর প্রার্থীতা বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
ঢাকা-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও প্রার্থী। এর মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা ধানের আমানউল্লাহ আমান। মনোনয়ন বাতিলের ফলে আসনটি আরও প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে।
নির্বাচন বিশেষজ্ঞরা মনে করছেন, প্রার্থীদের মনোনয়ন যাচাই প্রক্রিয়া কঠোর হওয়ায় ভোটারদের জন্য একটি স্বচ্ছ ও নিরপেক্ষ প্রতিযোগিতা নিশ্চিত হবে।








