নাহিদ ইসলাম ও নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এরপর দুপুরে এনসিপি'র যুগ্ম সদস্য সচিব তামিম আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
একই সঙ্গে রাজধানীর আরেকটি আসনে, ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত ১২ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞাপন
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ার অংশ হিসেবে উভয় প্রার্থীর সম্পূর্ণ দলিলপত্র পর্যালোচনা করে বৈধতা নিশ্চিত করা হয়েছে। এটি আসন্ন নির্বাচনে তাদের প্রার্থিতা নিশ্চিত করছে এবং তারা নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন।








