দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ ও পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দুই প্রার্থী শামীম সাঈদী ও মাসুদ সাঈদীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা দুজনই প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর সন্তান।
বিজ্ঞাপন
শনিবার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা এ সিদ্ধান্ত জানান। যাচাই প্রক্রিয়া শেষে উভয় প্রার্থীর কাগজপত্রে কোনো অনিয়ম না পাওয়ায় তাদের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয়।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, পিরোজপুর-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন শামীম সাঈদী। অপরদিকে পিরোজপুর-২ আসনে দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন মাসুদ সাঈদী।
বিজ্ঞাপন
এ বিষয়ে শনিবার দুপুর দেড়টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাসুদ সাঈদী দুই ভাইয়ের মনোনয়ন বৈধ ঘোষণার তথ্য নিশ্চিত করেন। এর মধ্য দিয়ে পিরোজপুরের দুই আসনে জামায়াতের প্রার্থীদের নির্বাচনী দৌড় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলো।








