বিকেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গঠিত বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি প্রথমবারের মতো বৈঠকে বসতে যাচ্ছে।
বিজ্ঞাপন
রবিবার (৪ জানুয়ারি) বিকেল ৫টায় গুলশানে দলের নির্বাচনী কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন পরিচালনার লক্ষ্যে গুলশানে নেওয়া বিএনপির অফিসে বিকেল ৫টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিষয়ক কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠনের কথা জানায় বিএনপি। কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে নজরুল ইসলাম খানকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে মো. ইসমাইল জবিউল্লাহকে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন কার্যক্রম সুষ্ঠু, সংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে।








