Logo

দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের পরিবার কখনও ভুলবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ জানুয়ারী, ২০২৬, ১৯:১৫
32Shares
দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের পরিবার কখনও ভুলবে না
ছবি: সংগৃহীত

সদ্য প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের সম্মান ও শ্রদ্ধা পরিবারের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে জানিয়েছেন তার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিজ্ঞাপন

শনিবার (০৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড আইডি থেকে একটি বিস্তারিত পোস্টে এই অনুভূতি প্রকাশ করেছেন।

তারেক রহমান লিখেছেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য তিন দিনের রাষ্ট্রীয় শোককাল সমাপ্ত হয়েছে। এই সময় দেশজুড়ে এবং বিদেশে থাকা শুভানুধ্যায়ীদের ভালোবাসা, সমবেদনা ও দোয়া পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেছেন, এই তিন দিনে তারা আরও উপলব্ধি করেছেন, তার মা ভিন্ন মানুষের কাছে ভিন্ন তাৎপর্য বহন করতেন। অনেকের কাছে তিনি ছিলেন আপোষহীনতার প্রতীক; নিজের বিশ্বাসের পক্ষে সাহসের সঙ্গে দাঁড়ানোর অটল প্রেরণা। রাজনীতির সীমানা ছাড়িয়ে এই প্রেরণা বহু মানুষের মনকে স্পর্শ করেছে।

তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকার, অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁদের নেতৃত্ব ও দ্রুত সমন্বয়ের কারণে সংক্ষিপ্ত সময়ে বেগম খালেদা জিয়ার মর্যাদাপূর্ণ অন্তিম আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।

তিনি আন্তর্জাতিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রতিবেশী দেশ, দেশ-বিদেশের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের অংশীদারদের প্রতি। বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সহমর্মিতা, সমবেদনার চিঠি ও বার্তা, শোক বইয়ে লেখা মন্তব্য এবং সামাজিক মাধ্যমে প্রকাশিত অনুভূতি পরিবারকে গভীরভাবে স্পর্শ করেছে।

বিজ্ঞাপন

তারেক রহমান বিশেষভাবে সশস্ত্র বাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন ও বিভিন্ন মন্ত্রণালয়ের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সম্মানসূচক গার্ড অব অনার ও শেষ সালামকে পরিবারের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

তিনি আরও বলেছেন, যেসব মানুষ নীরবে বা জনসম্মুখের বাইরে দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি পরিবারের কৃতজ্ঞতা অপরিসীম। তাদের প্রচেষ্টার ফলে পরিবার ও জাতি মর্যাদার সঙ্গে মায়ের স্মৃতিকে ধারণ করতে সক্ষম হয়েছে।

বিজ্ঞাপন

শেষে তারেক রহমান বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। দেশের প্রতিটি প্রান্ত থেকে মানুষের উপস্থিতি এবং দেশনেত্রীর প্রতি প্রকাশিত শ্রদ্ধা ও মানবিক সহমর্মিতা পরিবারের কাছে কখনও মুছে না যাওয়ার স্মৃতি হিসেবে থাকবে।

তিনি জানিয়েছেন, পরিবারের এবং বিএনপি’র পক্ষ থেকে শোক ও স্মরণের সময় পাশে থাকা সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছেন এবং প্রাপ্ত ভালোবাসা ও সংহতি আগামীর বাংলাদেশে এগিয়ে নিয়ে চলবেন, ইনশাআল্লাহ।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD