খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেয় আওয়ামী লীগ

সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, পরিকল্পিতভাবে যথাযথ চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, কারাবন্দি অবস্থায় বেগম খালেদা জিয়ার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। বরং সচেতনভাবে চিকিৎসা বঞ্চনার মাধ্যমে তাঁকে চরম ঝুঁকির মধ্যে ফেলা হয়েছিল।
বিজ্ঞাপন
রিজভীর অভিযোগ, ডিজিএফআই ও এনএসআইয়ের মাধ্যমে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের ওপর নজরদারি চালানো হতো এবং নানা ধরনের চাপ ও হুমকি দেওয়া হয়েছিল।
বিএনপির এই নেতা আরও বলেন, বেগম খালেদা জিয়া দলের নেতৃত্বে থাকার কারণেই আওয়ামী লীগ সরকার বারবার চেষ্টা করেও বিএনপিকে ধ্বংস করতে পারেনি। তাঁর নেতৃত্ব ও জনপ্রিয়তাই ছিল দলের শক্তির প্রধান উৎস।
বিজ্ঞাপন
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।








