Logo

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘আজাদী পদযাত্রা’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ জানুয়ারি, ২০২৬, ১৩:০০
হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘আজাদী পদযাত্রা’
ছবি: সংগৃহীত

আধিপত্যবাদ, সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি ও লুটতরাজের বিরুদ্ধে অবস্থান নিয়ে মানবিক মর্যাদা, সার্বভৌমত্ব ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্য ঘোষণা করে ‘আজাদী পদযাত্রা’ কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই কর্মসূচির শুরু করা হয়েছে আধিপত্যবাদবিরোধী শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে।

বিজ্ঞাপন

সোমবার (৫ জানুয়ারি) ভোরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পর সকাল সাড়ে ৬টার দিকে হাদির কবর জিয়ারত করেন এনসিপির নেতাকর্মীরা। কবর জিয়ারতের মাধ্যমে আজাদী পদযাত্রার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ সময় ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদাস্সির, সেক্রেটারি আল আমিন সরকারসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (৪ জানুয়ারি) জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এই আজাদী পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

ঘোষণায় বলা হয়, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় মানুষের ন্যায্য অধিকার, মানবিক মর্যাদা এবং ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

বিজ্ঞাপন

পদযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে কর্মকর্তা ভবন, শিববাড়ী, কর্মচারী ভবন, কার্জন হল, জগন্নাথ হল, ফুলার রোড, হলপাড়া ও নীলক্ষেত আবাসিক এলাকা অতিক্রম করে আজিমপুরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

আয়োজকদের মতে, আজাদী পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের মাঝে সংগঠনের রাজনৈতিক দর্শন ও দাবি তুলে ধরা হবে এবং চলমান সংকট মোকাবিলায় গণসম্পৃক্ত আন্দোলন জোরদার করা হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD