সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে।
বিজ্ঞাপন
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে বামদলগুলোর সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক যুক্তফ্রন্টের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারেক রহমান। এই সাক্ষাৎকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানানো হয়।
সাক্ষাৎকালে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধ আমাদের অটুট ভিত্তি। একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্বও থাকবে না।
বিজ্ঞাপন
তিনি দেশকে সুশাসিত ও উন্নত করার লক্ষ্যে সকল রাজনৈতিক শক্তিকে একযোগে কাজ করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

এ সময় বাম নেতারা বলেন, একাত্তরের স্বাধীনতাবিরোধী শক্তি যেন পুনরায় রাজনৈতিক ক্ষমতায় আসতে না পারে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দেশের সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
বিজ্ঞাপন
তারেক রহমান আরও জানিয়েছেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি গভীর উদ্বেগের বিষয়। তিনি সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।
সাক্ষাৎ শেষে নেতারা রাজনৈতিক সহযোগিতা, একাত্তরের মূল্যবোধ রক্ষা এবং গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রসঙ্গে আলোচনা করেছেন।








