Logo

শোকাতুর তারেক রহমানের মাথায় মাতৃস্নেহের হাত, কে সেই নারী?

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ জানুয়ারি, ২০২৬, ১৪:৫৯
শোকাতুর তারেক রহমানের মাথায় মাতৃস্নেহের হাত, কে সেই নারী?
ছবি: সংগৃহীত

কয়েকদিন আগে দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে আসা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু অতিশয় কষ্টের হয়ে উঠেছে। দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় মা হারানোর শোককে সামলানো তার জন্য সহজ নয়।

বিজ্ঞাপন

এই শোককে কিছুটা সান্ত্বনা দিতে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ তারেকের সঙ্গে দেখা করতে আসছেন। সোমবার গুলশান বিএনপি কার্যালয়ে এমনই একটি মুহূর্ত সকলের নজর কাড়ে।

সেখানে দেখা যায়, বয়স্ক এক নারী তারেক রহমানকে মাতৃস্নেহের স্পর্শ দিয়ে শান্তি দেয়ার চেষ্টা করছেন। এই নারী হচ্ছেন বিএনপির প্রয়াত সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের সহধর্মিণী, মাহমুদা সালাম। তিনি অত্যন্ত আন্তরিকভাবে তারেকের মাথায় হাত বুলিয়ে শোকাহত ছেলেকে সান্ত্বনা দেন।

বিজ্ঞাপন

ঘটনাটি এমন মনোমুগ্ধকরভাবে ঘটেছে যে, উপস্থিত বিএনপির নেতাকর্মী এবং তালুকদার পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটে ওঠে। এই দৃশ্যের কয়েকটি ছবি সাংবাদিক বাবুল তালুকদার ফেসবুকে শেয়ার করেছেন, যা দ্রুত ভাইরাল হয়েছে।

সাংবাদিক বাবুল তালুকদারের পোস্ট অনুযায়ী, মাহমুদা সালাম তারেককে বলেন, “বাবা, আমি আপনাকে দোয়া করতে এসেছি, কিন্তু আমি কীভাবে আপনাকে ডাকব?” তারেক রহমান উত্তরে বলেন, “আপনি যেভাবে ডাকতে চান।” এরপর তিনি বলেন, “তাহলে বাবা, আমি তোমাকে আমি-তুমি করে বলছি।” তারেক বলেন, “জি, আপনি বলুন।”

বিজ্ঞাপন

এরপর মাহমুদা সালাম পরম মমতায় তারেকের মাথায় হাত বুলিয়ে শোকাহত ছেলেকে সান্ত্বনা দেন। এই হৃদয়স্পর্শী মুহূর্তে উপস্থিত সবাই গভীরভাবে ছুঁয়ে যায়।

মুহূর্তটি আরও স্মরণীয় হয়, যখন মাহমুদা সালাম গুলশান কার্যালয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শোকবইতে স্বাক্ষর করেন এবং পরে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. মো. শামসুজ্জামান মেহেদী, ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের কন্যা সালিমা তালুকদার আরুণী এবং জামাতা এম হাসান।

এই দৃশ্য শুধু রাজনৈতিক মহলে নয়, মানবিক দিক থেকে বিশেষভাবে আলোচিত হয়েছে। অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষ ফেসবুকে এটি শেয়ার করে হৃদয়স্পর্শী মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD