Logo

সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত মুছাব্বির হত্যা: ফখরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ২০:১১
সরকারকে বেকায়দায় ফেলতে পরিকল্পিত মুছাব্বির হত্যা: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ফাইল ছবি

ঢাকায় স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুছাব্বির হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মন্তব্য করেছেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিতভাবে করা হয়েছে যাতে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলা যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বিকেলে শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসন পতনের পর দেশ পুনরায় নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়ছে। মুছাব্বিরকে নির্মমভাবে হত্যার ঘটনা সেই অপতৎপরতারই প্রকাশ।

তিনি আরও বলেন, এ ধরনের লোমহর্ষক ঘটনায় দুষ্কৃতকারীরা সরকারকে চাপে ফেলতে এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়। তাই দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন অপরিহার্য।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিব জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও মানুষের ভোটের অধিকার রক্ষায় সকল শ্রেণি-পেশার মানুষকে একজোট হতে হবে। তিনি সতর্ক করেছেন, না হলে দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।

শোক বার্তায় ফখরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

এ হত্যাকাণ্ড ঘটেছে বুধবার রাত ৮টার পরে ঢাকার কাজী নজরুল ইসলাম এভিনিউতে হোটেল সুপারস্টারের পাশে, আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে। মুছাব্বিরের সঙ্গে থাকা তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারি মাসুদও গুলিবিদ্ধ হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিআরবি হাসপাতালে নেন, কিন্তু চিকিৎসকরা মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন। পরে তার স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় অজ্ঞাতনামা আসামির নামে মামলা দায়ের করেন।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD