Logo

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ১৩:২৯
বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনয়ন না পাওয়া ও বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংগঠনিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে দল ইতোমধ্যে সাংগঠনিক পদক্ষেপ নিয়েছে। অনেক ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীদের ডেকে পরিস্থিতি বোঝানোর পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করা হচ্ছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দলে বিপুলসংখ্যক নেতা নির্বাচনে প্রার্থী হওয়ার প্রত্যাশা করেন। কিন্তু সব প্রত্যাশা পূরণ করা সম্ভব হয় না। সংসদে বহুপাক্ষিক ও কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করার স্বার্থে অনেক সময় যোগ্য প্রার্থীকেও মনোনয়ন না দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। এসব কারণে যে অসন্তোষ তৈরি হয়, তা নিরসনে দল কিছু সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে।

বিজ্ঞাপন

তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই এসব বিষয় সমাধানের পথে যাবে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফরে কোনোভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হবে না। গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের কবর জিয়ারত করা জাতির নৈতিক দায়িত্ব ও প্রত্যাশার অংশ।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে জীবন্ত করে তুলতে এবং তাদের চেতনাকে উজ্জীবিত করতে তারেক রহমানের ওই সফর গুরুত্বপূর্ণ। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রশ্নই ওঠে না।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমেদ সবাইকে আহ্বান জানিয়ে বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান যেন কোনোভাবেই বিতর্কিত না হয়। শহীদদের আত্মত্যাগকে জাতীয়ভাবে মর্যাদার সঙ্গে স্মরণ করা প্রয়োজন।

দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব যদি শহীদদের কবর জিয়ারত করেন এবং পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান, তবে সেটিই জাতির প্রত্যাশার প্রতিফলন হবে এবং গণঅভ্যুত্থানের চেতনাকে আরও সুদৃঢ় করবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD