Logo

হলফনামায় গরমিল নিয়ে যা বললেন সারজিস আলম

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৭ জানুয়ারি, ২০২৬, ২১:৪১
হলফনামায় গরমিল নিয়ে যা বললেন সারজিস আলম
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী সারজিস আলম বলেছেন, তার হলফনামার তথ্য নিয়ে যে ভুল বোঝাবুঝি ও অপপ্রচার চলছে, তা উদ্দেশ্যমূলকভাবে ছড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

বুধবার (৭ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় জেলা শহরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, হলফনামায় তার বার্ষিক আয়কর রিটার্নের তথ্যে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল ছিল। আমরা সেটি নিয়ম মেনে সংশোধন করেছি, বাকি সব তথ্য সঠিক রয়েছে। কিন্তু কিছু রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ইচ্ছাকৃতভাবে এটি নিয়ে অপপ্রচার করছে।

সারজিস আলম অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু ব্যক্তি প্রোপাগান্ডা ছড়াচ্ছে, প্রার্থীকে বিতর্কিত করার চেষ্টা করছে এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের পক্ষ সমর্থন করতে চায়।

বিজ্ঞাপন

তিনি উদাহরণ দিয়ে বলেন, মিরজাহান নামে এক ব্যক্তি সম্প্রতি একটি পোস্ট দিয়েছিলেন যা পুলিশ তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে। পরে সেই পোস্টও সরানো হয়েছে।

তিনি আরও বলেন, কিছু অ্যাক্টিভিস্ট বা পেইড এজেন্ট মানুষের আবেগ নিয়ে খেলছে। নির্বাচনের আগে তারা সরকারী পদ বা ক্ষমতার ওপর প্রভাব দেখানোর চেষ্টা করছে। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় অন্তরায়। এই ধরনের প্ররোচনার বিরুদ্ধে সরকার ও নির্বাচন কমিশনকে কঠোর পদক্ষেপ নিতে হবে।

বিজ্ঞাপন

সারজিস আলম আরও সতর্ক করে বলেন, বিএনপির স্থানীয় নেতাকর্মীরা তাদের দলের লোকদের হুমকি দিচ্ছে। তারা মনে করছে ক্ষমতায় এলে আমাদের নেতাকর্মীদের শাস্তি দেওয়া যাবে। তবে আমরা এটি মেনে নেব না। নির্বাচনের আগে এই ধরনের চাপ ও প্ররোচনা প্রতিরোধ করতে হবে।

তিনি আরও বলেন, যদি কেউ এই এক-দেড় বছরে আমার বিরুদ্ধে কোন দুর্নীতির প্রমাণ দিতে পারে, আমি শাস্তি মেনে নেব। তবে উদ্দেশ্যমূলক প্রোপাগান্ডা ছড়ানো হলে সরকারের ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি। না হলে এটি সুষ্ঠু নির্বাচনকে বাধাগ্রস্ত করবে।

সারজিস আলম আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, গণঅভ্যুত্থানে মিডিয়া আমাদের কার্যক্রম যেমন বিশ্ব দরবারে তুলে ধরেছে, আশা করি নির্বাচনের সময়ও গণমাধ্যম নিরপেক্ষ ভূমিকা রাখবে। গণমাধ্যমের সহযোগিতায় একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD