শনিবার সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে বসছেন তারেক রহমান

দীর্ঘ বিরতির পর দেশের জাতীয় পর্যায়ের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি শুভেচ্ছা বিনিময়ে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিজ্ঞাপন
আগামী শনিবার (১০ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিএনপির দলীয় সূত্র জানায়, জাতীয় সংবাদপত্র, টেলিভিশন চ্যানেল, রেডিও, সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সম্মানে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হয়েছে। গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
বিজ্ঞাপন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক আনুষ্ঠানিক আমন্ত্রণ বার্তায় দেশের গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আহ্বান জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে বলা হয়, বিভিন্ন রাজনৈতিক ও বাস্তব পরিস্থিতির কারণে গত কয়েক বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের গণমাধ্যমকর্মীদের সরাসরি সাক্ষাৎ কিংবা শুভেচ্ছা বিনিময়ের সুযোগ তৈরি হয়নি।
এ প্রেক্ষাপটে দীর্ঘ সময় পর জাতীয় পর্যায়ের গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে উল্লেখ করা হয়। দলটির পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যম রাষ্ট্র ও গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, আর সেই গণমাধ্যমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া অত্যন্ত জরুরি।
বিজ্ঞাপন
বিএনপি আশা প্রকাশ করেছে, এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান দেশের গণমাধ্যমের সঙ্গে দলটির সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সুদৃঢ় করতে সহায়ক ভূমিকা রাখবে। একই সঙ্গে ভবিষ্যতে রাজনৈতিক দল ও গণমাধ্যমের মধ্যে পেশাদার সম্পর্ক ও যোগাযোগ আরও ইতিবাচকভাবে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করা হয়।








