Logo

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠিত, দায়িত্বে যারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ জানুয়ারি, ২০২৬, ২১:৩৫
জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠিত, দায়িত্বে যারা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬-এর প্রস্তুতি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী তার জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে। সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুমকে আহ্বায়ক এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

কমিটি পুনর্গঠনের পর সংগঠনটি এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, কমিটিতে আরো সদস্য হিসেবে রয়েছেন— অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মদ শাহজাহান, মোবারক হোসাইন, মো. আব্দুর রব, আ ফ ম আব্দুস সাত্তার, অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, প্রফেসর ডা. নজরুল ইসলাম, প্রফেসর ডা. এ কে এম ওয়ালিউল্লাহ, সাবেক অতিরিক্ত সচিব খন্দকার রাশেদুল হক, সাবেক সিনিয়র সচিব মু. সফিউল্লাহ, সাবেক সচিব আব্দুল কাইয়ুম, সাবেক সচিব আব্দুল্লাহ আল মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) গোলাম মোস্তফা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সফিকুল ইসলাম, মেজর (অব.) মুহাম্মদ ইউনুস আলী, জাহিদুর রহমান, অ্যাডভোকেট আতিকুর রহমান, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, রাজিবুর রহমান পলাশ, ইঞ্জিনিয়ার ড. জুবায়ের আহমদ, ড. হাফিজুর রহমান, অধ্যাপক সাইফুল্লাহ মানছুর, ড. মোস্তফা মনোয়ার, মঞ্জুরুল ইসলাম এবং জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠনের মাধ্যমে জামায়াত প্রার্থীদের নির্বাচন প্রক্রিয়ার তত্ত্বাবধানে সক্ষম ও সুসংগঠিত নেতৃত্ব প্রদানের লক্ষ্য রেখেছে। কমিটি প্রার্থীদের মনোনয়ন যাচাই, নির্বাচনী আচরণবিধি তত্ত্বাবধান এবং ভোটগ্রহণের সময় সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করার দায়িত্ব পালন করবে।

এ বিষয়ে সংগঠনের এক কর্মকর্তা জানান, কমিটি গঠন দেশের সব স্তরে প্রার্থী ও ভোটারদের সমন্বয় বজায় রেখে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্ব ও সদস্যদের সমন্বয় কার্যকর হলে দলের নির্বাচনী প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD