Logo

আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৯ জানুয়ারি, ২০২৬, ১১:৩৩
আইনশৃঙ্খলা পরিস্থিতিতে সন্তুষ্ট নই: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশে নির্বাচনকে ঘিরে যে পরিবেশ তৈরি হয়েছে, তাতে বিরোধী দলের নেতাকর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে রাজনৈতিক হত্যাকাণ্ডের ঘটনায় সরকারের নিষ্ক্রিয় ভূমিকা হতাশাজনক।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি এলাকায় নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কিন্তু বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের আশ্বস্ত করছে না। যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে হত্যা করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে—তা অত্যন্ত উদ্বেগজনক। এসব ঘটনার তীব্র নিন্দা জানানো হলেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমরা আশা করব সরকার আরও দায়িত্বশীল ভূমিকা পালন করবে। নির্বাচনের সময় যেন এ ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ও নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

এ সময় তারেক রহমানের সাম্প্রতিক সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এই সফরকে রাজনৈতিক সফর হিসেবে না দেখে ব্যক্তিগত ও মানবিক সফর হিসেবে বিবেচনা করা উচিত। তিনি জানান, তারেক রহমান তার নিজ জেলা বগুড়ায় যাবেন। সেখান থেকে রংপুরে গিয়ে জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে দিনাজপুরে তার নানীর কবর জিয়ারত এবং ঠাকুরগাঁওয়ে গিয়ে কয়েকজন শহিদের কবর জিয়ারতের কর্মসূচি রয়েছে। এছাড়া বেগম খালেদা জিয়ার ইন্তেকালে অনুষ্ঠিত একটি গণদোয়ায় অংশ নেবেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ সফরকে বলা যায় একটি ব্যক্তিগত শুভেচ্ছা ও শ্রদ্ধা নিবেদনের সফর। একই সঙ্গে গণঅভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি দায়িত্ববোধ থেকেই তিনি শ্রদ্ধা জানাবেন।

বিজ্ঞাপন

তারেক রহমানের আগমনে নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি হওয়া প্রসঙ্গে তিনি বলেন, তিনি যখন দেশে আসেন, তখন ঢাকায় লক্ষ লক্ষ মানুষ তাকে সংবর্ধনা জানিয়েছিল। এখন তিনি জেলাগুলোতে গেলে স্বাভাবিকভাবেই নেতাকর্মীরা উৎসাহিত হবেন—এটাই স্বাভাবিক।

ছাত্র রাজনীতি ও বিশ্ববিদ্যালয় নির্বাচন নিয়ে কথা বলতে গিয়ে বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বিরোধী ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ে কাজ করার সুযোগ পায়নি। বিশেষ করে ছাত্রদলকে কার্যত ক্যাম্পাসে ঢুকতেই দেওয়া হয়নি। ফলে দীর্ঘদিন ধরে সংগঠনগুলোর স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম ব্যাহত ছিল।

বিজ্ঞাপন

তবে তিনি জোর দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কখনোই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, ইতিহাসে এমন নজির নেই। আশা করি এবারও এর কোনো প্রভাব পড়বে না।

গণভোট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একই দিনে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি বিএনপিই প্রথম তুলেছিল। সেটিই বাস্তবায়িত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সংসদের যেসব সংস্কার বিষয়ে গণভোট হচ্ছে, সেগুলো নতুন কোনো দাবি নয় বলেও জানান তিনি।

তিনি বলেন, ২০১৬ ও ২০২৩ সালে আমরা ৩১ দফার মাধ্যমে এসব সংস্কারের প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছিলাম। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এখানে ‘না’ বলার কোনো কারণ দেখি না।

বিজ্ঞাপন

বিএনপি মহাসচিবের এই বক্তব্য নির্বাচন-পূর্ব রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সংস্কার প্রশ্নে নতুন করে আলোচনা তৈরি করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD